Latest News

6/recent/ticker-posts

Ad Code

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট, ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ T20 ম্যাচ

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট, ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ T20 ম্যাচ

IND vs SA


দোসর হলো কুয়াশা, লখনৌয়ের মাঠে কুয়াশার দাপটে ভেস্তে গেল ভারত দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভরা কুয়াশার মরশুমে লখনৌয়ে কেন ম্যাচ?

আজ ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার চতুর্থ টিটোয়েন্টি ম্যাচ আর সেই ম্যাচ ভেস্তে গেল কুয়াশার কারণে। ঘন কুয়াশার জেরে শুরু করা যায়নি ম্যাচ। ষষ্ঠবার মাঠ পরিদর্শন করে ম্যাচ বাতিল করেন আম্পায়াররা।

শীত কালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ নেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

কুয়াশা এবং শিশিরের জন্য ভিজে যাচ্ছিল লখনউয়ের ২২ গজ। পিচ বাঁচাতে শতরঞ্জি দিয়ে পিচ ঢাকেন মাঠকর্মীরা। কয়েকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। গড়াতে থাকে সময় শেষমেষ বাতিল হয় ম্যাচ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code