সংবাদ একলব্য, ১৫ আগস্টঃ বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৩ তম স্বাধীনতা দিবস। সকাল ৯ টায় পতাকা উত্তলন করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দেবাশিষ দেব। উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষকরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পতাকা উত্তলন শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি বলেন -'স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ কে ভুলে গেলে চলবে না, তাদের স্বপ্নের দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমান প্রজন্মকে।' 
এছাড়া বাসন্তীরহাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়, বিদ্যালয় অবর দপ্তর, বিজেপির দলীয় কার্যালয়,  তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং একাধিক ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তলন করা হয় যথাযথ মর্যাদায়।