সংবাদ একলব্য, ৪ আগস্টঃ কড়া নিরাপত্তায় পুলিশ কনস্টেবলের পরীক্ষা শুরু হল কোচবিহারে।  ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৮৪১৯ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। শুধুমাত্র পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারেন। 
প্রথমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে এমসিকিউ ধাঁচে। সময় ১ ঘণ্টা। ৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, ৩০ নম্বরের মাধ্যমিক মানের অংক এবং ২০ নম্বরের রিজনিং-এর প্রশ্ন থাকবে। ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর মাইনাস মার্কিং হবে। আজকের এই পরীক্ষায় সফল পার্থীদের 
এরপর হবে শারীরিক দক্ষতার পরীক্ষা। সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার দৌড়তে হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হলে আবার লিখিত পরীক্ষা দিতে হবে। ১ ঘণ্টায় ৮৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা। ২৫, ২৫, ২০ এবং ১৫ নম্বর থাকবে যথাক্রমে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, অংক এবং রিজনিং-এ।