Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দিনহাটা, শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান


মিলটন মিয়া,দিনহাটাঃ ইস্টবেঙ্গল ক্লাবের ১০০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় দিনহাটা বোর্ডিংপাড়া মাঠে 'ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দিনহাটা'এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো।শোভাযাত্রা বের হওয়ার আগে মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।তারপর লাল হলুদ কেক কাটা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর,বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত ,দিনহাটার নাগরিক মন্চের সভাপতি জয় গোপাল ভৌমিক ,দিনহাটা থানার টাউন বাবু দীপক রায় এছাড়াও অসংখ্য ফুটবল প্রেমীরা।'ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দিনহাটা' এর সম্পাদক অভ্র সরকার ও সভাপতি বিপ্লব ব্যানার্জী বলেন,'এই শুভময় মুহূর্তকে আর আনন্দ মুখরিত করতে আজ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন।সেই প্রীতি ম্যাচে অংশ গ্রহন করবেন,দিনহাটা একাদশ বনাম দিনহাটা ফ্রেন্ডস ক্লাব একাদশ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code