নয়াদিল্লি ১লা অগাস্ট: মঙ্গলবার রাতে, মধ্যপ্রদেশের জব্বলপুরের অমিত শুক্ল নামে এক ব্যক্তি জোমাটোয় খাবারের অর্ডার করেন। কিন্তু, ডেলিভারি বয় হিন্দু না হওয়ায়, তিনি সেই অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন। ডেলিভিরী বয় হিন্দু নয় এই কথা জানিয়ে তিনি খাবার গ্রহনে অস্বীকার করেন। জোমাটো জানায়, খাবারের কোনো ধর্ম হয় না। এই উত্তরের জন্য জোমাটো সকলের প্রশংসা কুড়োচ্ছে। এই মুহুর্তে সারা দেশজুড়ে এটাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়ে আছে। টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে গোটা বিষয়টি জানান অমিত এবং এও জানান তিনি আইনি পদক্ষেপ নেবেন। টুইটারে অমিত লেখেন, "এখনি জোমাটোতে একটা অর্ডার বাতিল করলাম। কারন, রাইডার হিন্দু নয়। সংস্থা জানায় তারা টাকা ফেরৎ দেবে না। তখন তিনি বলেন আপনি আমায় বাধ্য করতে পারেন না, আমি খাবার নেবো না আমার টাকা ফেরৎ চাই।"
জবাবে জোমাটো টুইটারে লেখে, "খাবারের আলাদা কোনও ধর্ম হয় না। খাবারই একটা ধর্ম।" জোমাটোর সিদ্ধান্তকে সমর্থন করে টুইট করেন সংস্থার কর্ণধার দীপেন্দর গয়াল। তিনি লেখেন, "আমরা ভারতের বৈচিত্র্যের জন্য গর্বিত। একইভাবে, আমাদের বিভিন্ন গ্রাহক ও সহযোগীদের বৈচিত্র্য নিয়েও গর্বিত। আমরা সেই সব ব্যবসায়িক লেনদেনে ক্ষতির সম্মুখীন হতে পিছপা হব না, যা আমাদের সেই আদর্শের পথে বাধাদান হয়ে দাঁড়ায়।



1 মন্তব্যসমূহ
আহিন্দু না বলে সরাসসি বললেই তো হয় যে মুসলিম যুবকের কাছ থেকে নিবেন না ডেলিভারি।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊