কেশব ঘোষ, ১২ আগস্টঃ শ্রাবণ মাসের শেষ সোমবার দুবরাজপুরের পাহাড়েশ্বর ও বক্রেশ্বর  শিব মন্দিরে ভক্তদের জল ঢালার ভিড় চোখে পড়ার মতো। রবিবার সন্ধ্যায় শিব ভক্ত রা অজয় নদ থেকে জল তুলে হাঁটতে থাকে শিব মন্দিরের উদ্দেশ্য।বহু দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সেবা করার উদ্দেশ্যে ৩৭ টির বেশি শিবির বসে। ভক্তদের উদ্দেশ্যে খিচুড়ি , লুচি আলুর দম , পোলাও আলুর দম , জল ,শর্বত , চা ‌ ইত্যাদি রাখা হয়েছে।