Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়রকমের রদবদলের সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার

ওয়েবডেস্ক,১৩জুলাইঃ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এক বড়রকমের বদলের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার বদলে যাবে ব্যাংকের কাজের সময়। বর্তমানে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সকাল ১০টায় খোলে। ফলে অনেক ক্ষেত্রেই ব্যাংকের কাজ করতে গিয়ে অফিসযাত্রীদের দেরি হয়ে যায়। এ বার সেই ভোগান্তি শেষ হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাংক খুলে যাবে সকাল ৯টায়। গত জুন মাসে একটি বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক আরও তাড়াতাড়ি খুলতে হবে। সেপ্টেম্বর মাস থেকেই নতুন নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বৈঠকে তিনটি বিকল্প প্রস্তাব দেয়। প্রথমত, সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, দ্বিতীয়, সকাল ১০টা থেকে বিকেল ৪টে ও তৃতীয়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা। আলোচনার পর স্থির হয়, সকাল ৯টা থেকেই খোলা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই নিয়ম সব সরকারি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code