সংবাদ একলব্য, ৪ আগস্টঃ রেলযাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা পর্যন্ত সম্প্রসারণ করা হলেও মাস কয়েক ধরে ট্রেনটির দিনহাটা-নিউ কোচবিহারের মধ্যে চলাচল বন্ধ করে দিয়েছে রেল দপ্তর। এর ফলে এতদঞ্চলের রেলযাত্রীদের যাতায়াত সমস্যায় পড়তে হচ্ছে। রেল যাত্রীদের সুবিধার্থে অবিলম্বে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটিকে দিনহাটা স্টেশন থেকে পুনরায় চালানাের দাবীতে জনজাগরণ মঞ্চ আজ সকাল ১০ টায় অনশন অবস্থানে দিনহাটা স্টেশনে বসলেন হিটলার দাস,বিকাশ রায়,অমর মজুমদার, হিমাংশু দাস, শিবু শর্মা প্রমূখ।
হিটলার দাস জানান- '৫ দফা দাবী নিয়ে আজ আমরা দিনহাটা জনজাগরণ মঞ্চ অনশন অবস্থানে সামিল হয়েছি। আমাদের দাবীগুলি হল-
১) উত্তরবঙ্গ এক্সপ্রেসকে পুনরায় দিনহাটা থেকে চালু করা।
২) বাংলাদেশের উপর দিয়ে কোচবিহার-কোলকাতা ভায়া দিনহাটা গীতালদহ হয়ে রেল যােগাযােগ চালু।
৩) কোচবিহারের মহারাজার নামে কোচবিহার-কোলকাতা মহারাজা এক্সপ্রেস চালু।
৪) আলিপুর জংশন-দিল্লীগামী মহানন্দা এক্সপ্রেসকে দিনহাটা পর্যন্ত সম্প্রসারণ।
৫) দিনহাটা থেকে গৌহাটিগামী ট্রেন চালু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊