সংবাদ একলব্য, ২৪ আগস্টঃ বিজেপিকে আটকাতে জনতার দরবারে পৌঁছনোর জন্য তৃণমূল কংগ্রেস 'দিদিকে বলো' প্রকল্পের শুরু করেন। দিদিকে বলো নামের এই প্রকল্পে টোল ফ্রি একটি হেল্পলাইন নাম্বার ও একটি ওয়েবসাইট রয়েছে যেখানে যে কোনও রকমের অভিযোগ জানাতে পারবেন, এবং পরামর্শ দিতে পারবেন। এ ছাড়া বিধানসভা এলাকার দলীয় নেতারা গ্রামে গ্রামে পরিদর্শন করবেন, সেখানে রাত কাটাবেন, বুথকর্মীদের বাড়িতে খাবেন। ১০০ দিনে ১০ হাজার গ্রাম ও শহরাঞ্চল পরিদর্শন সম্পন্ন করার পরিকল্পনা করেছে দল। দলের নেতারা বলছেন এ উদ্যোগের পিছনে রয়েছে প্রশান্ত কিশোরের মাথা। ২০২১ সালের বিধানসভা ভোটের জন্য মমতা তাঁকে ডেকেছেন। এ ছাডা় আগামী বছর রাজ্যে পুরভোটও রয়েছে।
ইতিমধ্যে এই প্রকল্প যে বিশেষ প্রভাব ফেলতে শুরু করেছে এবং বিরোধীদের কাছেও মাথার ব্যাথা হয়ে দাঁড়িয়েছে তা সম্প্রতি একটি ভিডিও প্রচারিত হওয়ায় স্পষ্ট হচ্ছে। বিশেষত আলিপুরদুয়ার জেলার বিজেপি কর্মিদের তাঁদের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তা প্রচার করতে দেখা যাচ্ছে ।
কি রয়েছে ভিডিওটিতে? ভিডিওটিতে বলা হচ্ছে - 'কোন লোক দেখানো ফোনকল নয়, কোন ছেলে ভোলানো চিঠিচাপাটি নয়, সরাসরি সামনাসামনি সোজাসাপ্টা আপনার পাড়ায় দিলিপ দা।'
এখন থেকে কি তবে গ্রামে গঞ্জে , পাড়ায় পাড়ায় এমনকি আপনার বাড়িতেও চায়ের আসর জমাতে চলে আসবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন-"আমরা জনগণের কাছে পৌঁছাতে বিশ্বাস করি। সুতরাং সেপ্টেম্বর থেকে এই চা চক্র চালু করব, গণ প্রচারের কর্মসূচি হিসাবে এক কাপ চায়ে একত্রিত হব। আগে শুধু আমি এটা করতাম, এখন অন্যান্য নেতারাও এটা করবেন" যদিও তিনি 'দিদিকে বলো' প্রকল্পের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে 'চা চক্র' প্রকল্প নয় বলে জানিয়েছেন।
বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পুর্ণ দেখুন-
বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পুর্ণ দেখুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊