Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য ও সাংস্কৃতিক সন্ধ্যা আনন্দধারার


দীপ রায়, নদীয়া,২৪ আগস্টঃ 
সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে এগিয়ে এলো আনন্দধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।গতকাল নদীয়া জেলার কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র মঞ্চে সংস্থাটি আয়োজন করেছিল এক সাংস্কৃতিক সন্ধ্যার। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক শ্রী বিদ্যুৎ হালদার মহাশয়।পরিবেশিত হয় গিটারের মাধ্যমে দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও শ্রুতি নাটক- ভূত ভবিষ্যৎ। সুবিধাবঞ্চিত শিশুরা পরিবেশন করে গণেশ ও কৃষ্ণ বন্দনায় নৃত্য। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উপহার হিসেবে তুলে দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে- নতুন বস্ত্র, খাতা, বই,কভার ফাইল, কেডস, স্কুল ব্যাগ সহ অন্যান্য সামগ্রী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী প্রদীপ হালদার,শ্রী সন্দীপ দে,শ্রীমতি মহুয়া মুখার্জী,শ্রীমতি ছবি চ্যাটার্জী সহ আরো অনেকে গুণীজন।
সর্বশেষে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী নন্দন সিংহ এবং শ্রীমতি সুদীপ্তা বন্দোপাধ্যায়।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শ্রী চঞ্চল ভট্টাচার্য মহাশয়।আনন্দধারা কর্ণধার শ্রী রাজু পাত্র বলেন "আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। শিশুদের মধ্যেই সুপ্ত থাকে ভবিষ্যতের কবি,সাহিত্যিক,ডাক্তার, ইঞ্জিনিয়ার।কত শিশু অনাদরে, অবহেলায় নষ্ট হচ্ছে।তাদের সাফল্য পেতে প্রয়োজন সুস্থ শিক্ষা,পরিবেশ।।এইসব ছিন্নমূল শিশুদের এগিয়ে নিয়ে যেতে, তাদের প্রতিভা কে তুলে আনার জন্য এই আনন্দধারা"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code