সংবাদ একলব্য, বড়শাকদল, ২ আগস্ট : বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের  VRP কর্মীদের পরিচালনায় আজ অনুষ্ঠিত হল ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা অভিযান। এই অভিযানে স্থানীয় সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী নিয়ে এক শোভা যাত্রাও বের করা হয়। 
বড়শাকদল অঞ্চলরে প্রধান  মাননীয় তাপস দাস, অঞ্চল সেক্রেটারি মাননীয় সঞ্জয় নাগ ও সবুজ পল্লী উচ্চ  বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। বড়শাকদল অঞ্চল সেক্রেটারি মাননীয় সঞ্জয় নাগ জানান  " এক মাত্র মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার মধ্য দিয়ে ডেঙ্গু  প্রতিরোধ সম্ভব। " VRP সুপারভাইজার মাননীয় অজয় বর্মন জানান " ডেঙ্গু মশাবাহিত এক মারণ রোগ,  আমরা এই রোগ প্রতিরোধে সমস্ত VRP মিলে অঞ্চলের নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। ইতিমধ্যে  বিভিন্ন জায়গায় ডেঙ্গুর পোস্টার লাগানোর ব্যবস্থা করেছি। "
বিস্তারিত দেখুন ভিডিওতে-