সংবাদ একলব্য,সিতাই,৩০ জুলাইঃ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দূর্নিতিতে সরব হলেন সিতাইয়ের বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ। আজ একটি  প্রতিনিধিদল সিতাইয়ের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করেন। সংঘের জেলা সহ সভাপতি সঞ্জয় মোদক জানান-"পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক দুর্নীতির কীর্তি কাহিনী আজ জন মানসে প্রবাদে পরিণত হয়েছে। বর্তমানে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ছাত্র-ছাত্রীদের যে ইউনিফর্ম তৈরীর অর্ডার এসেছে এতে প্রত্যেক স্কুলের  VEC অ্যাকাউন্টে ছাত্র অনুপাতে (৬০০/-টাকা করে) টাকা ডিসবার্স করা হচ্ছে ঠিকই কিন্তু এর পেছনে S.H.G গ্রুপের মাধ্যমে কাট মানি নেওয়ার দুরভিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে। তাই আমরা এর তীব্র বিরােধীতা করছি এবং প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের কাঁধে বন্দুক রেখে ফোটানাের চেষ্টাকে প্রতিহত করার জন্যই আজ আমাদের এই ডেপুটেশন।"
ইউনিফর্ম সম্পর্কিত যে দাবিগুলো সামনে রেখে তাঁদের আজকের ডেপুটেশন, সেই দাবী গুলো হল-  
১) ইউনিফর্মের গুণগত মান উন্নত করতে হবে। 
২) ইউনিফর্ম বানানাের ক্ষেত্রে বিদ্যালয়গুলােকে পুর্ণ স্বাধীনতা দিতে হবে। 
৩) বিদ্যালয়গুলাে তাদের নিজস্ব S.H.G গ্রুপ নির্বাচন করবে।  
৪) B.D.০. S. D. ০ ও S।.অফিস কর্তৃক S.H.G গ্রুপ নির্বাচন করা চলবে না। 
৫) বিদ্যালয়ে প্রাক - প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদেরও ইউনিফর্ম দিতে হবে । 
৬) বিদ্যালয় সংক্রান্ত কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিতে হবে।
আজকের ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন মনোজ দেবনাথ, কুমারেশ রায় বর্মা, সমীর বর্মন, অনিমেষ বর্মন প্রমূখ।