Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবদার-আরিফ হোসেন

আবদার 
আরিফ হোসেন

কথিত শেষ আবদারটুকু পূরন করিলে 
অন্তত সুখ অনুভব হইত
যাহা আপনার মননে বিরাজ করে
তাহাই আমায় বারবার আঘাত করে
বন‍্য নিবাস ছাড়িয়া আজ কুড়েঘরে উঠিয়াছি 
চালকাসন আমার শ্রেয় মনে করিয়া 
দুগ্ধ শিশুটাই আজ পথে পথে ঘুরিয়া বেড়াইতেছে
আমার কল্পলিখনখানা যদি সে পড়িত
একটু শিক্ষা সেও অর্জন করিত। 
কি কারনে তাহাকে কর্মবন্টন 
আজ তাহার পড়ার রাত আর নিদ্রার দিন
তাহার কক্ষ আলোবিহীন উনুনে আগুন নেই 
সে ছাড়া উপার্জন করিবার কেহ নাই
তাই দুমুটো দিয়ে সাহায‍্যের হাতটুকু 
তাহাকে বাড়িয়ে দাওয়াই আমার আবদার
বিলসতা, ধন-দৌলত কিছুই লহিয়া যাইতে পারবে না 
সর্বস্ব ছাড়িয়াই আপনারা বিদায় নেবেন
ধরিত্রীর মায়া ত‍্যাগ করিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code