Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাখীবন্ধন উৎসব উপলক্ষে দিবারাত্রি খো-খো খেলা ওকড়াবাড়ী বড় ফলিমারী রেলস্টেশনের মাঠে


আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১৮ই অগাস্ট: রাখী বন্ধন উৎসব উপলক্ষে রবিবার ওকড়াবাড়ীর ফলিমারী রেল স্টেশনের মাঠে দিবারাত্রি খো-খো খেলার আয়োজন করা হয়। খো-খো খেলার আয়োজন করেছে ওকড়াবাড়ীর ঐতিহ‍্যবাহী ক্লাব নব প্রগতি সঙ্ঘ। খেলার জগতে কোচবিহারকে শীর্ষে পৌঁছাতে নব প্রগতি সঙ্ঘের নাম বহুবার উঠে এসেছে। এদিন খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার খো-খো খেলার সেক্রেটারী মাননীয় অজিত চন্দ্র মহাশয়। এছাড়াও, উপস্থিত ছিলেন ক্লাব কোষাধ‍্যক্ষ মৃনাল কান্তি বর্মন এবং খেলা কোষাধ‍্যক্ষ রেজাউল করিম। প্রায় প্রতি বছরেই বিভিন্ন দিবসকে কেন্দ্র করেই নব প্রগতি সঙ্ঘের উদ‍্যোগে আয়োজিত হয় খো-খো খেলা সহ বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। এই মাঠেই শ্রী অজিত চন্দ্র বর্মনের নেতৃত্বেই প্রতিদিন বিকেলে খো-খো খেলার প্রাকটিস হয়। ক্রীড়াপ্রেমী এই অজিতবাবু এলাকায় অজিতদা নামে সুপরিচিত। এই খেলার আসর ঘিরে বেশ উন্মাদনা দেখা গেছে এলাকার লোকজনের মধ‍্যে। এদিন খেলা উপভোগ করতে দিন থেকে রাত পর্যন্ত উপস্থিত হয়েছিল বহু ক্রীড়াপ্রেমী ও এলাকার বাসিন্দারা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code