Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দিনহাটায় মিছিল বামফ্রন্টের

সংবাদ একলব্য,২৮অগাস্টঃসম্প্রদায়িকাতার বিরুদ্ধে সকল ধর্মনিরপেক্ষ মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়ে আজ বেলা ১২ টায় দিনহাটা মহকুমা বামফ্রন্টের ডাকে দিনহাটা স্টেশন  থেকে  S.D.O অফিস পর্যন্ত মিছিল  ও ১ টায় S.D.O র কাছে দিনহাটার শান্তি - শৃঙ্খলা রক্ষায় ডেপুটেশন প্রদান করেন।  উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা অনন্ত রায়,  জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তারাপদ বর্মন,  মহানন্দ সাহা, আব্দুল রউফ, বিকাশ মন্ডল, দিলীপ সরকার, বামফ্রন্ট নেতা অনন্ত রায়,  জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তারাপদ বর্মন,  মহানন্দ সাহা, আব্দুল রউফ, বিকাশ মন্ডল, দিলীপ সরকার ও অন্যান্য  নেতৃত্ববৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code