Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন শেষ পর্যন্ত ধর্নায় বসতে হল কোচবিহারের প্রেমিকের, দেখুন ভিডিও


সংবাদ একলব্য ২৮জুলাই,কোচবিহারঃদীর্ঘ সাত বছর ধরে ভালোবেসে শেষ পর্যন্ত ধর্নায় বসতে হল চিলাখানার প্রেমীক সঞ্জয় দাসকে। দুজনেই স্বইচ্ছায় আবদ্ধ হয়েছিল প্রেমের বন্ধনে। মেয়েটি কথা দিয়েছিলো সে অন্য কাওকে বিয়ে করবে না। ছেলেটি গতকাল জানতে পারে যে তার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে, তখন ছেলেটি আর কোন পথ খুজে না পেয়ে ছবি ও প্ল্যাকার্ড নিয়ে প্রেমীকার বাড়ির সামনে  ধর্নায় বসে। প্ল্যাকার্ডে লেখা 'আমার সাত বছরের ভালোবাসা ফিরিয়ে দাও'। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চিলাখানা এলাকায়। ছেলেটির বাড়ি কালজানি ভেলাকোপা এলাকায়, মেয়েটির নাম দিশানি পাল, বাড়ি চিলাখানা।

ধর্নায় বসে সঞ্জয় দাস জানান- 'দিশানি আমাকে জানিয়েছে, যদি ও আমাকে ভালোবাসে তাহলে ওর মা আত্নহত্যা করবে, তখন দিশানি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, পরে বন্ধুদের কাছে শুনতে পেলাম ওর শিলিগুড়ি এক পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে, ছেলেটির নাম শুভময় পাল, শুনে কি করব ভেবে না পেয়ে ধুপগুড়ির অনন্তর পথ বেছে নিলাম'।৷  খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তুফানগঞ্জ থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code