নিজস্ব সংবাদ দাতা, দিনহাটা, ২৯শে জুলাইঃ ২০১৬ সালের আই এ এস ব‍্যাচের ছাত্র আনসারী শেখ ভারতের সর্বকনিষ্ঠ আই এ এস। যুব সমাজের আইকন। মাত্র ২১ বছর বয়সেই তার এত বড় পদে সাফল‍্য যা অতুলনীয়। যা যুব সমাজকে অনুপ্রেরনা যোগায়। সারা ভারতে চর্চিত এই আনসারী সম্ভাব‍্য আগস্ট মাসেই দিনহাটা এস ডি ও হিসেবে তার কর্মজীবন শুরু করবেন বলে জানা যায়। দিনহাটাবাসী অধীর আগ্রহে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহন করছে।
একটি দৈনিক সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন-
"আমার জন্ম জলনা জেলার শেলগাঁওয়ে, যা মারাঠওয়াদায় পড়ে। আমার বাবা অটো চালান এবং মা, যিনি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন, একটি খামার শ্রমিক ছিলেন। বেশিরভাগ সময় বাড়িতে শস্যের ঘাটতি ছিল, কারণ আমাদের পুরো অঞ্চলটি খরা-প্রবণ। লেখাপড়ার অভাবে গ্রামে ঝগড়া-ঝগড়া ও মদ্যপানের অভ্যাস ছিল প্রচলিত।"
এমন এক পরিবেশ থেকে প্রচন্ড সংগ্রাম করে উঠে আসতে হয়েছে তাঁকে। ইতিমধ্যে বহুচর্চিত এই যুবা আইকন। এইবার তিনি দিনহাটায় আসতে চলেছেন এস ডি ও পদে দায়িত্ব নিয়ে, এই সংবাদ প্রকাশিত হওয়ার পরই কার্যত এক উন্মাদনা তৈরি হয়েছে দিনহাটাবাসীর মনে। 

আসুন দেখে নেই তাঁর সম্পর্কে একটি নিউজ ভিডিও-