Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৫ টি গাছ লাগিয়ে ২৫ তম জন্মদিন পালন যুবকের


সংবাদ একলব্য, ২১অগাস্টঃ গাছের প্রয়োজনের কথা মাথায় এনে গাছ বাঁচাতে উদ্যোগীও হয়েছে কিছু মানুষ ।কেউ কেউ আন্দোলনও করেছে ,কেউ বা একটা আস্ত বন বানিয়ে ফেলেছে ,সেই গাছ লাগিয়েই এক দৃষ্টান্ত স্থাপন করেছে ধূমপুর নিবাসী প্রবীর ।নিজের জন্মদিন এক অভিনব উদ্যোগ নিলো  প্রবীর ।পরিবেশ বাঁচানোর এক সংকল্প । ২৫টি গাছ লাগিয়ে ২৫ তম জন্মদিন পালন করলো সে । এ বিষয়ে তিনি আরো জানান বর্তমানে পরিবেশে দিনের পর দিন ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু মাত্র যথা সংখ্যক গাছ না থাকার জন্য ।তাই  পরিবেশ বাঁচাতে এই অভিনব উদ্যোগএই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে গ্রামের কিছু লোক ,এই প্রসঙ্গে যুবক জানান যদি সবাই এই রকম উদ্যোগ নেয় তাহলে পৃথিবী আবার সবুজে সবুজে ভরে যাবে ।পৃথিবীতে আবার প্রাণগুলো আরো তরতাজা হয়ে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code