ডি , আশিস, দিনহাটা,৩১ জুলাইঃ রাস্তাটি র নাম দিনহাটা টেলিফোন এক্সচেঞ্জ রোড । দিনহাটা শহরের অন্যতম একটি ছোট রাস্তা । কিন্তু এর গুরুত্ব অনেক , কেননা এই পথ পার্শ্বে আছে দিনহাটার সংশোধনাগার , আছে চিকিত্সক দের আবাসন আছে টেলিফোন অফিস । এই পথ দিয়ে যেতে হয় শ্রম দপ্তরের অফিসে ।
দীর্ঘদিন এই পথের সংস্কার হয়নি ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন এলাকাবাসী ।
অবশেষে এই সড়কের কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষজন খুশি ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊