জীবনের সাথে যাঁর মিশে আছে রঙ তুলি
শুভাশিস দাশ
রঙ তুলির সাথে মিতালী সেই শৈশব থেকে
অ আ ক খ র পাশাপাশি খাতার পাতায় আঁকিবুকি l
তারপর একটু বুঝতে শিখে রীতিমত আঁকার শিক্ষা নেয়া l আঁকা শেখার প্রথম পাঠ যাঁর কাছে নেয়া তিনি দিনহাটার অন্যতম শিল্পী ছিলেন স্বর্গীয় অপু অধিকারী l ছোটবেলার নেশা যে এ ভাবে পেয়ে বসবে তা কে জানত l
দিনহাটা তথা উত্তরের বিশিষ্ট চিত্র শিল্পী অরূপ সাহা এই সময়ের ব্যস্ত শিল্পী l
প্রচার বিমুখ এই শিল্পীর ঝুলিতে পুরস্কারও কম নেই l
বেশ কটি চিত্র প্রদর্শনী তে অংশ গ্রহন করেছেন তিনি l তাঁর আক্রেলিকের কাজ অত্যন্ত সুন্দর l জল রং ও অরূপের হাতে প্রাণ পায় l
অরূপ জল রং এবং অ্যাক্রেলিক মাধ্যমে ছবি আঁকেন l
উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির অন্যতম কর্মী অরূপ সাহা নিরলস ভাবে এই অঞ্চলের চিত্র শিল্পের উন্নতির চেষ্টা করছেন l এখন ছবিই তাঁর একমাত্র ধ্যান l
দিনহাটার শিল্পকলা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন "আমি আশা বাদী এই অঞ্চলের শিল্পীরা তাঁদের নিজস্ব জায়গা করে নেবেন "
অরূপ তাঁর নিজস্বতায় এগিয়ে চলুক এই কামনা আমাদেরও l
শুভাশিস দাশ
রঙ তুলির সাথে মিতালী সেই শৈশব থেকে
অ আ ক খ র পাশাপাশি খাতার পাতায় আঁকিবুকি l
তারপর একটু বুঝতে শিখে রীতিমত আঁকার শিক্ষা নেয়া l আঁকা শেখার প্রথম পাঠ যাঁর কাছে নেয়া তিনি দিনহাটার অন্যতম শিল্পী ছিলেন স্বর্গীয় অপু অধিকারী l ছোটবেলার নেশা যে এ ভাবে পেয়ে বসবে তা কে জানত l
দিনহাটা তথা উত্তরের বিশিষ্ট চিত্র শিল্পী অরূপ সাহা এই সময়ের ব্যস্ত শিল্পী l
প্রচার বিমুখ এই শিল্পীর ঝুলিতে পুরস্কারও কম নেই l
বেশ কটি চিত্র প্রদর্শনী তে অংশ গ্রহন করেছেন তিনি l তাঁর আক্রেলিকের কাজ অত্যন্ত সুন্দর l জল রং ও অরূপের হাতে প্রাণ পায় l
অরূপ জল রং এবং অ্যাক্রেলিক মাধ্যমে ছবি আঁকেন l
উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির অন্যতম কর্মী অরূপ সাহা নিরলস ভাবে এই অঞ্চলের চিত্র শিল্পের উন্নতির চেষ্টা করছেন l এখন ছবিই তাঁর একমাত্র ধ্যান l
দিনহাটার শিল্পকলা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন "আমি আশা বাদী এই অঞ্চলের শিল্পীরা তাঁদের নিজস্ব জায়গা করে নেবেন "
অরূপ তাঁর নিজস্বতায় এগিয়ে চলুক এই কামনা আমাদেরও l

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊