সংবাদ একলব্য, বাসন্তীরহাট,৩১ জুলাইঃ ২০০৩ সালে বাম জামানায় জেলাপরিষদ থেকে বাসন্তীরহাট বাজার থেকে খট্টিমারী পর্যন্ত ৫ কিমি রাস্তা পাকা করে বানানো হয়। যে রাস্তা জননেতা কমল গুহ উদ্বোধন করতে আসেন। পরবর্তিতে একই রাস্তা জেলা পরিষদের তৎকালীন জেলাধিপতি শ্রীমতি চৈতি বড়ুয়া পুনঃরায় উদ্বোধন করেন। এরপর ২০১৬ সাল নাগাদ ২ কিঃমিঃ রাস্তা তৃণমূল জামানায় সংস্কার করা হয় বলে জানা গেছে। কিন্তু দুই বছর যেতে না যেতেই তা আগের অবস্থায় ফিরে আসে।
ছোটশাকদল, তালাপাকা, জিৎপুর, মর্নেয়া, খট্টিমারি এই গ্রাম গুলি এই একটি মাত্র রাস্তার উপর নির্ভরশীল। রাস্তার বেহাল দশা স্থানীয় মানুষদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তার পাশেই দুটো উচ্চবিদ্যালয় এবং ৬ টি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। অথচ প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই বলেই স্থানীয় মানুষেরা জানান। রাস্তার এই বেহাল দশায় সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা বিপন্ন।
বিস্তারিত দেখুন ভিডিওতে-


0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊