Latest News

6/recent/ticker-posts

Ad Code

'উত্তরবঙ্গ নাট‍্য জগৎ উৎসব'এবং 'আন্তর্জাতিক সাহিত্য মেলা ২০১৯

সংবাদ একলব্য, শিলিগুড়িঃ গত ২৮শে জুলাই শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে অনুষ্ঠিত হলো ৩৭তম 'উত্তরবঙ্গ নাট‍্য জগৎ উৎসব'এবং 'আন্তর্জাতিক সাহিত্য মেলা ২০১৯' । আয়োজক ছিলেন বিপদ ভঞ্জন সরকার । সাহিত্য , সঙ্গীত ও নৃত্যের এক অপূর্ব সমাবেশ ঘটে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণী মানুষের উপস্থিতিতে । উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ‍্যাপক বঙ্গরত্ন ড. আনন্দ গোলাপ ঘোষ , প্রাক্তন আই এস ও বিধায়ক সুখবিলাশ বর্মা , ড.তাপস চ‍্যাটার্জি , বিশিষ্ঠ কবি সাহিত‍্যিক নিশিকান্ত সিংহা , ড. বাসুদেব রায় প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরফান এ আজম এবং সম্পা পাল । সাংবাদিক ইরফান এ আজমের শায়েরি অনুষ্ঠানকে অনন্য মাত্রা এনে দেয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code