সংবাদ একলব্য, শিলিগুড়িঃ গত ২৮শে জুলাই শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে অনুষ্ঠিত হলো ৩৭তম 'উত্তরবঙ্গ নাট্য জগৎ উৎসব'এবং 'আন্তর্জাতিক সাহিত্য মেলা ২০১৯' । আয়োজক ছিলেন বিপদ ভঞ্জন সরকার । সাহিত্য , সঙ্গীত ও নৃত্যের এক অপূর্ব সমাবেশ ঘটে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণী মানুষের উপস্থিতিতে । উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বঙ্গরত্ন ড. আনন্দ গোলাপ ঘোষ , প্রাক্তন আই এস ও বিধায়ক সুখবিলাশ বর্মা , ড.তাপস চ্যাটার্জি , বিশিষ্ঠ কবি সাহিত্যিক নিশিকান্ত সিংহা , ড. বাসুদেব রায় প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরফান এ আজম এবং সম্পা পাল । সাংবাদিক ইরফান এ আজমের শায়েরি অনুষ্ঠানকে অনন্য মাত্রা এনে দেয় ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊