বিজ্ঞাপনঃ কোচবিহার জেলার উত্তর খাগড়াবাড়িতে পথ চলা শুরু করল পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনস্থ এই ট্রেনিং সেন্টারটি উত্তর খাগড়াবাড়ি লোকনাথ মন্দির এর বিপরীতে অবস্থিত। বর্তমানে এই সেন্টারে হ্যান্ড এমব্রয়ডারি ও গার্ডেনার এই দুটি কোর্সে ভর্তি চলছে, এবং এই কোর্সগুলি হতে চলেছে সম্পূর্ণ নিখরচায়, এমনকি প্রত্যেক ছাত্র-ছাত্রীর মাসিক ভাতা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রতিষ্ঠান কর্মকর্তার কথা বলে আমরা জানতে পেরেছি, বর্তমান যুগের বুটিকের শাড়ি গয়নার চাহিদার কথা মাথায় রেখেই, তারা এই হ্যান্ড এমব্রয়ডারি কোর্সটি বেছে নিয়েছেন। এক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীর কোন প্রতিষ্ঠানে কাজ করার সাথে সাথে নিজস্ব ব্যবসা করার সুযোগ থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, উৎকর্ষ বাংলা প্রদত্ত সার্টিফিকেট সরকারি ও বেসরকারি কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য। গার্ডেনার কোর্সটির ক্ষেত্রে তারা মাথায় রেখেছেন বর্তমান বাণিজ্যিক কৃষির চাহিদাকে । কর্মকর্তাদের আশা এই ট্রেনিং এর পর ছাত্রছাত্রীরা নিজস্ব নার্সারি খুলতে পারবে , কিংবা ফুলের চাষ করতে পারবে। উৎসাহী ব্যক্তিরা অবশ্যই এই সেন্টারে যোগাযোগ করুন এবং নিজেদের ভবিষ্যৎ স্বাবলম্বী ও উজ্জ্বল করে তুলুন।

1 মন্তব্যসমূহ
I am Arun Kumar Dash.I am Bangladeshi.I would like to get a gardening course through Online.How can I get this course from my country? If send me in details, I will be thankful to you.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊