Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুন্ডিবাড়ি থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ABVP, দেখুন সেই ভিডিও

সংবাদ একলব্য, ৩১ জুলাইঃ তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা বানেশ্বর সারথীবাল মহাবিদ্যালয়ে ABVP ছাত্র সংগঠন দখল করে, যা মেনে নিতে না পেরে আজ  তৃণমুল আশ্রিত কিছু দুষ্কৃতি  কালো কাপড়ে মুখ ঢেকে  ABVP সদস্যদের ওপর চড়াও হয়। এরপর কলেজ থেকে পুন্ডিবাড়ি থানার পুলিশ বাণেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, ABVP কলেজ ইউনিটের সদস্য  সঞ্জয় সূত্রধরকে বিনা অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।  এমনই অভিযোগ ABVP ছাত্র সংগঠনের।
সঞ্জয় সূত্রধরের মুক্তির দাবীতে এই মুহুর্তে পুন্ডিবাড়ির থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ABVP সমর্থকরা।
দেখুন সেই ভিডিও-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code