আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে বিরাট কোহলি, পাঁচ বছর পর মসনদে ফিরলেন ভারতীয় ব্যাটার
আইসিসির এক দিনের ব্যাটারদের সদ্য প্রকাশিত ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন বিরাট কোহলি। প্রায় পাঁচ বছর পর আবার এক দিনের ক্রিকেটে এক নম্বরের মসনদে বসলেন কোনও ভারতীয় ব্যাটার। বুধবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে কোহলি সিংহাসনচ্যুত করেছেন সতীর্থ রোহিত শর্মাকে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। অন্যদিকে ওই ম্যাচে ব্যর্থ হন রোহিত শর্মা। তারই প্রভাব পড়ে ক্রমতালিকায়। এক নম্বরে উঠে আসেন কোহলি, যিনি আগের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
বর্তমানে কোহলির রেটিং পয়েন্ট ৭৮৫। এক নম্বর থেকে সরাসরি তিন নম্বরে নেমে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭৭৫। কোহলি ও রোহিতের মাঝখানে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল, তাঁর পয়েন্ট ৭৮৪।
প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের আরও দুই ব্যাটার। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এক দিনের অধিনায়ক শুভমন গিল। ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন শ্রেয়স আয়ার। ৬৫৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন লোকেশ রাহুল।
উল্লেখ্য, ২০২১ সালের ২ এপ্রিল এক দিনের ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘ অপেক্ষার পর ফের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে ফিরলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি কাটিয়ে এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন করেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের সাত ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। এই সাত ম্যাচে তিনি তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেন। মোট ৬৭৭ রান করেছেন ১৩৫.৪ গড়ে। ধারাবাহিক এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপই ফের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊