Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪২তম রাজ্য পর্যায়ের অন্তর্গত জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল চান্দামারীতে

৪২তম রাজ্য পর্যায়ের অন্তর্গত জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল চান্দামারীতে 

Sports


কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, প্রাথমিক মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের ছাত্রছাত্রীদের (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ) নিয়ে ৪২তম রাজ্য পর্যায়ের অন্তর্গত জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ চান্দামারী প্রাণনাথ হাই স্কুলে সফলভাবে অনুষ্ঠিত হল।

এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন চক্রের নির্বাচিত প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা সার্কেল পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর সার্কেল পর্যায়ের প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা মহকুমা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। পরবর্তীতে জেলা স্তরের প্রথম স্থানাধিকারীরা রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। সেই অনুযায়ী কাজ অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের খেলা।

খেলার দিন শিক্ষা-অনুরাগী ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষভাবে প্রাণবন্ত করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code