Latest News

6/recent/ticker-posts

Ad Code

এসআইআর শুনানিতে এবার ডাকা হল তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে, পরিবারের ৩ সদস্যকেও নোটিশ

এসআইআর শুনানিতে এবার ডাকা হল তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে, পরিবারের ৩ সদস্যকেও নোটিশ

Dev


কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর শুনানি-পর্ব শুরু হওয়ার পর এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বাংলা চলচ্চিত্র অভিনেতা দীপক অধিকারী, যাঁকে অভিনয় জগত ও রাজনৈতিক জীবনে ‘দেব’ নামে সকলেই চেনেন, তাঁকে SIR-শুনানিতে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছে। দেবের সঙ্গে তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও নোটিস এসেছে শুনানিতে উপস্থিত থাকার জন্য।

এ সম্পর্কে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ এক ব্যক্তি জানান, দেব ও তাঁর পরিবারকে নাগরিকত্বের প্রমাণ (Proof of Citizenship) উপস্থিত করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। তবে তাঁদের কোন দিনে শুনানিতে হাজিরা দিতে হবে তা এখনও নির্ধারিত নয়।

স্থানীয় কাউন্সিলরদের বরাতেও জানা গেছে যে, দেবের নথিতে থাকা ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য পূরণ করা হয়নি, যার জন্যই নোটিশ গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে একই আবাসন এলাকার অন্য অনেকে ও hearing-এ ডাক পেয়েছেন বলে দাবি করা হয়েছে।

দেব নিজে এখন পর্যন্ত এই নোটিশ বা শুনানির বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর পরিবারের কাছ থেকেও কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। SIR-এর আওতায় আর্থিক, প্রশাসনিক বা রাজনৈতিক ব্যস্ততা থাকা সত্ত্বেও এই নির্দেশটি যথাযথভাবে মেনে চলা হবে কি না তা এখন দেখার বিষয়।

এদিকে, SIR-শুনানিতে ইতোমধ্যে ক্রিকেটার মহম্মদ সামিকেও নোটিশ পাঠানো হয়েছে, যদিও তিনি খেলায় ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি।

শেষ বৃহস্পতিবার থেকেই রাজ্যে SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক নাম বাতিল বা সংশোধনের জন্য লক্ষ্য করা গেছে। এরপরই ভোটারদের শুনানিতে ডাক শুরু হয়েছে।

এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন বিভিন্ন সাধারণ ও জননেতা, শিল্পী, খেলোয়াড়দেরকেও এসআইআর hearing-এ উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code