Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে ঘন কুয়াশার দাপটে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

কোচবিহারে ঘন কুয়াশার দাপটে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Keywords: কোচবিহার সংবাদ, পথদুর্ঘটনা, কোচবিহার দুর্ঘটনা, ঘন কুয়াশা, লরি ও বাইক সংঘর্ষ, কোচবিহার পুলিশ, বোকালীর মঠ, পশ্চিমবঙ্গ সংবাদ, Cooch Behar News, Road Accident, Foggy Weather Accident, Pundibari Police Station

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ফের রক্ত ঝরল কোচবিহারের রাস্তায়। মঙ্গলবার রাতে কোচবিহারের বোকালীর মঠ সংলগ্ন কার্জীবাড়ী এলাকায় একটি লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। কুয়াশার কারণে লরিটি দেখতে না পাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত সাড়ে আটটা নাগাদ ওই বাইক আরোহী নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। কার্জীবাড়ী এলাকায় একটি ছয় চাকার লরির সঙ্গে বাইকটির সজোরে ধাক্কা লাগে। লরির ধাক্কায় ছিটকে পড়েন আরোহী এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সুযোগ নিয়ে ঘাতক লরিটি দ্রুত গতিতে এলাকা থেকে চম্পট দেয়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার বানেশ্বর ফাঁড়ি এবং পুণ্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ঘাতক লরিটি বা মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code