Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদেশের মাটিতে উত্তাপ ছড়াচ্ছেন পিয়া! বাংলাদেশি মডেলের নতুন ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিদেশের মাটিতে উত্তাপ ছড়াচ্ছেন পিয়া! বাংলাদেশি মডেলের নতুন ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Peya Bipasha, Viral Photos, Bangladeshi Actress, Mrs World, Peya Bipasha Husband, Entertainment News, পিয়া বিপাশা, বিনোদন খবর, লাক্স তারকা, ভাইরাল ছবি


সংবাদ একলব্য : আমেরিকা যাওয়ার পর থেকেই আমূল বদলে গিয়েছেন তিনি। এক সময়ের লাস্যময়ী লাক্স তারকা পিয়া বিপাশা (Peya Bipasha) এখন সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার ঝড় তুলছেন। সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর বেশ কিছু আবেদনময়ী ছবি ও রিলস ঘিরে তোলপাড় নেটপাড়া। ভক্তদের একাংশের অভিযোগ, দেশ ছাড়ার পর থেকেই নাকি অনেকটা বদলে গেছেন তাঁদের প্রিয় অভিনেত্রী (Peya Bipasha)।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রেখেছিলেন পিয়া (Peya Bipasha)। সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ করেই বেরিয়ে এসেছিলেন ক্যাম্পেইন থেকে। তবে থেমে থাকেননি। ২০১৩ সালে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন। এরপর আফরান নিশো, অপূর্ব, রিয়াজ, চঞ্চল চৌধুরীর মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন ছোট পর্দায়। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এবিএম সুমনের বিপরীতে সেই অ্যাকশন সিনেমায় নজর কেড়েছিলেন পিয়া।

ক্যারিয়ারের মাঝে ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন পিয়া (Peya Bipasha)। প্রথম বিয়ে বিচ্ছেদের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। এরপর ২০১৯ সালে আমেরিকান নাগরিক রিজবেইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান এবং পারিবারিকভাবে বাগদান সারেন। বর্তমানে স্বামীকে নিয়ে নিউ ইয়র্কেই স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।

বিয়ের পর নিজেকে নতুনভাবে চিনেছেন পিয়া (Peya Bipasha)। অংশ নিয়েছিলেন মর্যাদাপূর্ণ ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায়। বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে এই আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। পিয়া জানিয়েছিলেন, স্বামী ও শ্বশুরবাড়ির পূর্ণ সমর্থন ছিল তাঁর। এই প্রতিযোগিতার জন্যই নিজেকে আমূল বদলে ফেলার মিশনে নেমেছিলেন, ওজন কমিয়ে হয়ে উঠেছেন আরও ফিট ও গ্ল্যামারাস। বর্তমানে তাঁর এই বোল্ড অবতার ও প্রবাস জীবন ভক্তদের মধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code