সিঙ্গুরে আসার আগেই প্রধানমন্ত্রী সিঙ্গুরের মানুষকে দিলেন উন্নয়ন বার্তা, দিলেন বড় ঘোষনা
গতকালই মালদার সভা থেকে লাগাতার বাক্যবাণে বিদ্ধ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে। আর আজ , রবিবার প্রধানমন্ত্রী জনসভা করবেন হুগলির সিঙ্গুরে। সূত্রের খবর, দুপুর ২.১০ এ কলকাতা বিমানবন্দরে নামবেন মোদি। দুপুর ২.৩৫ এ পৌঁছবেন সিঙ্গুর হেলিপ্যা়ডে। দুপুর ২.৪৫ এ সিঙ্গুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। সিঙ্গুরে এসে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মোদি। এরপর দুপুর ৩.৩০ এ, প্রকল্পের সূচনা ও শিলান্যাসের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪.৪৫ এ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। সিঙ্গুরে আসার আগে বড় ঘোষনা করলেন প্রধানমন্ত্রী।
সিঙ্গুরে আসার আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রাকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে । সিঙ্গুর থেকে অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন । রোড ওভারব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেললাইনের উদ্বোধন । অমৃত ভারত ট্রেন সহ বিভিন্ন ট্রেনের যাত্রার সূচনা'।
"Our Government is committed to adding momentum to West Bengal’s growth journey. In Singur today, important development works will be launched or their foundation stones laid. The works include:Laying the Foundation Stone of Extended Port Gate System at Balagarh, including Inland Water Transport (IWT) Terminal and Road Overbridge.Launching of Electric Catamaran at Kolkata.Inauguration of new rail line between Jayrambati and Maynapur.Flagging off of trains, including Amrit Bharat trains."'কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রাকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে । সিঙ্গুর থেকে অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন । রোড ওভারব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেললাইনের উদ্বোধন । অমৃত ভারত ট্রেন সহ বিভিন্ন ট্রেনের যাত্রার সূচনা'।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊