Viral Anandaradha Goswami: প্রয়াগরাজে এবার ভাইরাল বাঙালি তনয়া আনন্দরাধা
প্রয়াগরাজ, মাঘ মেলা প্রাঙ্গণ: কুম্ভমেলার সেই ‘মোনালিসা’র কথা মনে আছে? পাথরের মালা বিক্রেতা সেই তরুণী, যার বিড়ালাক্ষী চাহনি আর সাদামাটা সৌন্দর্য রাতারাতি তাকে ইন্টারনেট সেনসেশনে পরিণত করেছিল। শোনা গিয়েছিল, গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে আল্লু অর্জুনের ছবিতেও নাকি ডাক পেয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০২৬ সালের মাঘ মেলায় (Magh Mela 2026) ফের ভাইরাল জ্বরে কাঁপছে নেটদুনিয়া। তবে এবার চর্চার কেন্দ্রে এক বঙ্গললনা—নাম আনন্দরাধা গোস্বামী (Viral Anandaradha Goswami)।
মকর সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষ্যে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এখন জনসমুদ্র। সেই ভিড়ের মাঝেই নেটিজেনদের নজর কেড়েছেন আনন্দরাধা (Viral Anandaradha Goswami)। তিনি পেশায় দেবী দুর্গার লকেট, রুদ্রাক্ষের মালা এবং নারীশক্তির প্রতীকী সামগ্রী বিক্রেতা। তবে তিনি কেবল বিক্রেতাই নন, বিক্রির জন্য আনা সামগ্রীতে নিজেকে অপরূপ সাজে সাজিয়ে তুলেছেন। কপালে চওড়া সিঁদুর, টিপ এবং সর্বোপরি কাজলচর্চিত উজ্জ্বল চোখের চাউনিতে তিনি হয়ে উঠেছেন অনন্যা। তাঁর এই সাবেকিয়ানার সঙ্গে ব্যক্তিত্বময়ী উপস্থিতি দর্শনার্থী থেকে শুরু করে আলোকচিত্রীদের লেন্সবন্দি হতে সময় নেয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দরাধার (Viral Anandaradha Goswami) ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনরা তাঁকে ‘মাঘ মেলার নতুন সেনসেশন’ বলে আখ্যা দিচ্ছেন। মোনালিসা ভোঁসলে যেমন তাঁর পাথরের মালা আর চোখের জাদুতে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন, আনন্দরাধার ক্ষেত্রে তাঁর বাঙালি সাজ এবং ব্যক্তিত্বই প্রধান ইউএসপি (USP)। স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের দৃষ্টি আকর্ষণ করার পর তিনি এখন গোটা দুনিয়ার নজরে। অনেকেরই কৌতূহল, মোনালিসার মতো আনন্দরাধার ভাগ্যেও কি গ্ল্যামার দুনিয়ার শিকে ছিঁড়বে? আরও পড়ুন: viral girl monalisa: কে এই মোনালিসা ! মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়ে ভাইরাল কিশোরী !
উল্লেখ্য, এই মুহূর্তে প্রায় ৮০০ হেক্টর জমি জুড়ে চলছে প্রয়াগরাজের ঐতিহ্যবাহী মাঘী মেলা। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় ১০ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ৪২টি অস্থায়ী পার্কিং জোন। এই কড়া নিরাপত্তার ঘেরাটোপেই এখন সব লেন্সের ফোকাস আনন্দরাধার দিকে।
কুম্ভের মোনালিসার পর মাঘের আনন্দরাধা (Viral Anandaradha Goswami)—প্রয়াগরাজের সঙ্গম কি তবে সাধারণের মধ্য থেকে তারকা খুঁজে নেওয়ার নতুন মঞ্চ হয়ে উঠছে? উত্তর দেবে সময়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊