Madhyamik 2026: উত্তরপত্র মূল্যায়নে যুক্ত শিক্ষকদের জন্য সুখবর!
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও শিক্ষকবান্ধব করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। পরীক্ষার খাতা দেখা, স্ক্রুটিনি ও নম্বর জমা দেওয়ার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য এ বছরও ‘অন-ডিউটি’ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এবারের বিজ্ঞপ্তিতে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল রবিবার বা সরকারি ছুটির দিনে কাজের বদলে কম্পেনসেটরি লিভ বা বিকল্প ছুটির সুবিধা।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের উত্তরপত্র সংগ্রহ বা জমা দেওয়ার কাজে যদি কোনও শিক্ষক বা পরীক্ষককে রবিবার কিংবা অন্য সরকারি ছুটির দিনে সশরীরে উপস্থিত থাকতে হয়, তবে সেই কাজের বিনিময়ে তিনি বিশেষ ছুটি পাবেন। এই নিয়ম প্রধান পরীক্ষক, সাধারণ পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ার সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।
পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, এই কম্পেনসেটরি লিভ ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে নিতে হবে। ছুটি নিতে হলে সংশ্লিষ্ট দিনের উপস্থিতির প্রমাণপত্রসহ প্রধান শিক্ষকের কাছে আবেদন জানাতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্তও বেঁধে দেওয়া হয়েছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে এই ছুটি নেওয়া যাবে না। পরীক্ষার দিন বাদ দিয়ে অন্য যে কোনও কর্মদিবসে এই ছুটি ভোগ করা যাবে।
প্রধান পরীক্ষকদের জন্য অন-ডিউটি ছুটি
মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি হওয়ায় তাঁদের জন্য সর্বোচ্চ ১৩ দিন পর্যন্ত অন-ডিউটি ছুটি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে
বোর্ডের মিটিং ও পরীক্ষকদের মধ্যে খাতা বিতরণের জন্য মোট ২ দিন
পরীক্ষকদের কাছ থেকে দুই দফায় খাতা সংগ্রহের জন্য ২ দিন
স্ক্রুটিনির কাজের জন্য সর্বোচ্চ ৫ দিন
বোর্ড অফিসে নম্বর জমা এবং অনলাইনে মার্কস আপলোডের জন্য মোট ৪ দিন
এছাড়াও ফল প্রকাশের আগে মার্কস ভেরিফিকেশনের প্রয়োজন হলে খাতার সংখ্যার উপর নির্ভর করে অতিরিক্ত ১ থেকে ২ দিন অন-ডিউটি পাওয়া যাবে। পিপিআর (PPR) ও পিপিএস (PPS) সংক্রান্ত কাজের জন্যও ২ দিন ছুটি বরাদ্দ রাখা হয়েছে।
পরীক্ষক ও স্ক্রুটিনিয়ারদের ছুটির নিয়ম
সাধারণ পরীক্ষকদের ক্ষেত্রে খাতা সংগ্রহের জন্য ১ দিন অন-ডিউটি ছুটি মিলবে। খাতা জমা দেওয়ার সময় খাতার সংখ্যার ভিত্তিতে ছুটির মেয়াদ নির্ধারিত হয়েছে
৭৫টির বেশি খাতা থাকলে জমা দেওয়ার জন্য ২ দিন (মোট ৩ দিন)
৭৫টি বা তার কম খাতা থাকলে জমা দেওয়ার জন্য ১ দিন (মোট ২ দিন)
স্ক্রুটিনিয়ারদের জন্যও খাতার সংখ্যার ভিত্তিতে অন-ডিউটি ছুটির তালিকা নির্দিষ্ট করা হয়েছে। ২০০টি পর্যন্ত খাতার জন্য ১ দিন, ৪০০টি পর্যন্ত ২ দিন, ৬০০টি পর্যন্ত ৩ দিন, ৮০০টি পর্যন্ত ৪ দিন এবং ৮০০টির বেশি খাতার জন্য সর্বোচ্চ ৫ দিন ছুটি মিলবে। প্রধান পরীক্ষককে অনলাইনে নম্বর আপলোডে সহায়তা করলে স্ক্রুটিনিয়াররা অতিরিক্ত ১ দিন ছুটিও পাবেন।
ডিস্ট্রিক্ট কনভেনার ও ভেনু সুপারভাইজাররাও তাঁদের নির্ধারিত দায়িত্ব পালনের দিনগুলিতে অন-ডিউটি সুবিধা পাবেন বলে জানিয়েছে পর্ষদ।
শিক্ষক মহলের মতে, এই নতুন নির্দেশিকা বিশেষ করে রবিবার বা ছুটির দিনে কাজের বিনিময়ে ছুটির স্পষ্ট নিয়ম থাকায় উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া আরও মসৃণ হবে এবং শিক্ষকদের উপর বাড়তি চাপ অনেকটাই কমবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊