টয়লেটের টিস্যু পেপারে ‘বোমা’র হুমকি! মাঝ আকাশে তীব্র আতঙ্ক, বাগডোগরাগামী বিমানের জরুরি অবতরণ
লখনউ: মাঝ আকাশে আচমকাই বোমাতঙ্ক। শৌচালয়ের টিস্যু পেপারে লেখা হুমকি বার্তা ঘিরে হুলস্থুল পড়ে গেল দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর বিমানে (Indigo Flight) । যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বিমানটিকে লখনউ বিমানবন্দরে ( Lucknow Airport) জরুরি অবতরণ করানো হয়। রবিবার সকালের এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ২০০ জনেরও বেশি যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরার (Bagdogra Airport) উদ্দেশ্যে উড়েছিল ইন্ডিগোর ওই বিমানটি (6E 6191)। টেকঅফের কিছুক্ষণ পরেই বিমানের এক ক্রু সদস্য শৌচালয়ে একটি টিস্যু পেপার দেখতে পান। সংবাদসংস্থা এএনআই (ANI)-এর রিপোর্ট অনুযায়ী, ওই টিস্যু পেপারে লেখা ছিল, বিমানে ‘বোমা আছে’।
এই হুমকি বার্তা নজরে আসার পরেই আর ঝুঁকি নেননি পাইলট। এটিসি (Air Traffic Control)-কে বিষয়টি জানিয়ে দ্রুত বিমানটিকে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে নিরাপদেই জরুরি অবতরণ করে বিমানটি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে:
- অবতরণের পরেই বিমানটিকে রানওয়ে থেকে দূরে একটি ‘আইসোলেটেড বে’-তে নিয়ে যাওয়া হয়।
- সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় সমস্ত যাত্রীকে।
- খবর পেয়েই ছুটে আসে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড।
- যাত্রীদের লাগেজ থেকে শুরু করে বিমানের প্রতিটি কোণায় চিরুনি তল্লাশি চালানো হয়।
স্বস্তির খবর হলো, দীর্ঘ তল্লাশির পরেও এখনও পর্যন্ত বিমানে সন্দেহজনক বা বিপদজনক কোনও বস্তু পাওয়া যায়নি।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কে বা কারা শৌচালয়ে ওই হুমকি দেওয়া টিস্যু পেপারটি রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে (Bagdogra Airport) একটি নির্দিষ্ট নিরাপত্তা সংক্রান্ত হুমকি পাওয়ার পর সেটিকে লখনউতে ঘুরিয়ে দেওয়া হয়। আমরা প্রোটোকল মেনে সমস্ত নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করছি। যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান অগ্রাধিকার।”
আপাতত যাত্রীরা সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই ভুয়ো হুমকির জেরে তাঁদের গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা দেরি হয় এবং ভোগান্তির শিকার হতে হয়।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊