Latest News

6/recent/ticker-posts

Ad Code

মেটেলীর লালিগুরাস পিকনিক স্পটে ভয়াবহ আগুন! ধোঁয়ায় ঢাকল এলাকা, দমকলের তৎপরতায় রক্ষা

মেটেলীর লালিগুরাস পিকনিক স্পটে ভয়াবহ আগুন! ধোঁয়ায় ঢাকল এলাকা, দমকলের তৎপরতায় রক্ষা

মেটেলী, লালিগুরাস পিকনিক স্পট, অগ্নিকাণ্ড, মালবাজার দমকল, উত্তরবঙ্গ পর্যটন, Meteli, Laliguras Picnic Spot, Fire Incident, North Bengal News

নিজস্ব সংবাদদাতা, মেটেলী: শীতের দুপুরে পিকনিকের আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। মেটেলী ব্লকের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালিগুরাস পিকনিক স্পটে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার দুপুরে পিকনিক স্পট সংলগ্ন মাঠের শুকনো ঘাসে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং বাতাসের দাপটে দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, ধোঁয়া দেখতে পেয়েই প্রথমে স্থানীয় বাসিন্দারা এবং পিকনিক করতে আসা পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। খবর দেওয়া হয় মালবাজার দমকল কেন্দ্রে। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুজন লামা বলেন, “মাঠের শুকনো ঘাসে আগুন লাগার ফলে তা বারুদের মতো দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।” আরও পড়ুনঃ Dooars Picnic Spot: এ বছর ডুয়ার্সের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পিকনিক স্পটটি

কীভাবে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান, পিকনিক পার্টির ফেলে যাওয়া জ্বলন্ত বিড়ি বা রান্নার আগুন থেকেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। ঘটনার পর স্থানীয়রা পর্যটকদের আরও সতর্ক থাকার এবং পিকনিক স্পটে আগুন ব্যবহারে সাবধানতা অবলম্বনের আবেদন জানিয়েছেন। প্রশাসনের তরফেও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ঘটনায় পর্যটন কেন্দ্রে সুরক্ষাবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। আরও পড়ুনঃ রূপসী পিকনিক স্পটে পিকনিক করতে ভিড় করছেন সাধারণ মানুষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code