Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার!

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার!

IPL


মুস্তাফিজুর রহমান বিতর্কে নতুন পদক্ষেপ বাংলাদেশ সরকারের। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল তারা। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করার জন্য আইসিসিকে চিঠি পাঠিয়েছে। এবার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ করা হল আইপিএলের সম্প্রচার।

সোমবার সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউনূস সরকার।

আগামী আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলকে আইপিএল সংক্রান্ত সব ধরনের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। এমনটাই খবর।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচারের অভিযোগ ঘিরে সাম্প্রতিক সময়ে ভারত–বাংলাদেশের সামাজিক ও কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়ছে বলে মত বিভিন্ন মহলের। সেই আবহেই এবার উত্তাপ ছড়াল আইপিএল মঞ্চে। আসন্ন আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতের একাধিক রাজনৈতিক দল। এই ইস্যুতে মুখ খোলেন বিভিন্ন ধর্মগুরু ও সামাজিক সংগঠনও। ধীরে ধীরে চাপ বাড়তে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর উপর।

এই বিতর্কের কেন্দ্রে উঠে আসে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কারণ, আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুরের খেলার কথা ছিল কেকেআরের হয়ে। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর। ফলে প্রতিবাদীদের একাংশ সরাসরি নিশানা করতে শুরু করেন বলিউড বাদশা শাহরুখ খানকেও।

পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করলে বিসিসিআইয়ের উপর চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত শনিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই নির্দেশ দেয়, মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে সরিয়ে দিতে হবে। সেই নির্দেশ মেনেই কেকেআর থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের এই বাঁ-হাতি জোরে বোলারকে।


মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই নতুন করে প্রশ্ন উঠেছে ভারত–বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। একদিকে রাজনৈতিক ও সামাজিক চাপ, অন্যদিকে খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার দাবি—সব মিলিয়ে পরিস্থিতি এখন যথেষ্ট স্পর্শকাতর বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code