Latest News

6/recent/ticker-posts

Ad Code

দায়িত্ব পেয়েই বাংলা সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি

দায়িত্ব পেয়েই বাংলা সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি

BJP president


পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে আজ দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর, যা রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


সূচি অনুযায়ী, আজ বিকেল প্রায় ৪টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছনোর কথা নিতিন নবীনের। সেখান থেকে তিনি দুর্গাপুরের কমল মেলায় আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দেবেন। স্থানীয় নেতৃত্ব ও দলীয় কর্মীদের সঙ্গে তাঁর সাক্ষাৎকে ঘিরে বিজেপির অন্দরে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


আজ রাতে দুর্গাপুরের ফরচুনা হোটেলে নিতিন নবীনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক। এই বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন মজবুত করার রণকৌশল এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।


আগামীকাল নিতিন নবীনের একাধিক কর্মসূচি রয়েছে। ভিরিঙ্গি কালীবাড়ি দর্শনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক ও মতবিনিময়েরও সম্ভাবনা রয়েছে।


সব মিলিয়ে, নতুন সর্বভারতীয় সভাপতির এই প্রথম রাজ্য সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক প্রস্তুতিতে নতুন গতি আসবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সফর যে বিশেষ গুরুত্ব বহন করছে, তা স্পষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code