আশা কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজ্যজুড়ে ‘ধিক্কার দিবস’-এর ডাক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ২২ জানুয়ারি, ২০২৬
গতকাল সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযানের সময় আশা কর্মীদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে আজ, ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সারা রাজ্য জুড়ে ‘ধিক্কার দিবস’ পালনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন (AIUTUC অনুমোদিত)। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজেদের একাধিক ‘ন্যায়সঙ্গত দাবি’ নিয়ে গতকাল, ২১ জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল আশা কর্মীরা। সারা রাজ্য থেকে হাজার হাজার আশা কর্মী এই কর্মসূচিতে অংশ নিতে কলকাতা অভিমুখে রওনা হন। অভিযোগ, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় পুলিশ প্রশাসন এবং একশ্রেণীর দলীয় কর্মীরা তাদের ওপর চড়াও হয়।
আন্দোলনকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া হয় এবং বলপূর্বক ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, পুলিশি বাধার পাশাপাশি বহিরাগতরা আশা কর্মীদের ওপর শারীরিক নিগ্রহ চালায়। ইউনিয়নের এক নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বাংলা দেখল কীভাবে আমাদের মা-বোনেদের ওপর পুলিশ এবং দলীয় কর্মীরা তাণ্ডবলীলা চালাল। আমাদের দাবি আদায়ের আন্দোলনকে দমন করতে এই বর্বরোচিত আক্রমণ করা হয়েছে।”
আজকের কর্মসূচি
গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন আজ রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে:
- রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে আজ বিক্ষোভ সমাবেশ করা হবে।
- পুলিশি নির্যাতনের বিচার এবং বকেয়া দাবিপূরণের দাবিতে সোচ্চার হবেন কর্মীরা।
- আজকের দিনটিকে ‘ধিক্কার দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
আশা কর্মীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে স্থায়ীকরণ, নূন্যতম বেতন বৃদ্ধি এবং কাজের নিরাপত্তা। গতকালের ঘটনার পর আন্দোলন আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊