Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘মুর্শিদাবাদের মাটিতে নতুন গদ্দার!’ নাম না করে হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকের, নিশানায় অধীরও

‘মুর্শিদাবাদের মাটিতে নতুন গদ্দার!’ নাম না করে হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকের, নিশানায় অধীরও

Abhishek Banerjee, Humayun Kabir, Beldanga Unrest, Adhir Chowdhury, Murshidabad Politics, TMC Roadshow, Yusuf Pathan, Migrant Worker Death, West Bengal News, Alauddin Sheikh.


নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরের রোড শো থেকে সরাসরি কারও নাম না করলেও, তাঁর নিশানায় যে ভরতপুরের বিধায়ক তথা সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir), তা স্পষ্ট করে দিলেন তিনি। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীকেও ‘বিজেপির ডামি প্রার্থী’ বলে কটাক্ষ করেন অভিষেক।

এদিন অভিষেক (Abhishek Banerjee) অভিযোগ করেন, বেলডাঙার অশান্তিতে বিজেপির পাশাপাশি ইন্ধন রয়েছে এক ‘গদ্দারে’র (Humayun Kabir)। তিনি বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখলাম, বেলডাঙায় অশান্তিতে ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। তারও এতে প্রত্যক্ষ মদত রয়েছে।’’

হুমায়ুন কবীরের (Humayun Kabir) নাম না করলেও তাঁর রাজনৈতিক অতীত তুলে ধরে অভিষেক বলেন, ‘‘আজ যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, ২০১৯ সালে সে-ই বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল। তার প্রকৃত স্বরূপ খুব তাড়াতাড়ি জনসমক্ষে আসবে।’’ তিনি সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান।

তৃণমূলের ‘সেনাপতি’র (Abhishek Banerjee) আক্রমণের তালিকা থেকে বাদ পড়েননি বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীও। গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের জয়ের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘‘বিজেপির যে ডামি প্রার্থীকে আপনারা হারিয়েছেন, তিনি ২০২৩ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন। সেই গদ্দারকে আপনারা বিদায় দিয়েছেন। আর একটা (হুমায়ুন) নতুন গজিয়েছে, সেটারও গণতান্ত্রিক ভাবে ব্যবস্থা করতে হবে।’’

বেলডাঙার নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।অভিষেকের নির্দেশে শীঘ্রই আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং স্থানীয় তৃণমূল নেতারা।

নিহতের পরিবারকে সমস্ত রকম আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে কন্ট্রোল রুম এবং তৃণমূলের তরফে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার ঘোষণা করা হয়েছে। অভিষেক জানান, বিপদে পড়লে ওই নম্বরে যোগাযোগ করলেই শ্রমিকদের দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের খুনের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। ১২ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটে। শনিবারও বড়ুয়া মোড় ও স্টেশন চত্বরে অবরোধ এবং ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code