Latest News

6/recent/ticker-posts

Ad Code

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল কলকাতা হাইকোর্টে

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল কলকাতা হাইকোর্টে

Highcourt


কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। এর মাঝেই জল গড়ালো আদালতে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার জন্য আবেদন করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য। মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় দুটি মামলা ইতিমধ্যে হয়েছে কলকাতা হাইকোর্টে। দুটি মামলাই করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

জানা গেছে, প্রথম মামলাটি করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য। যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। যুবভারতীর ঘটনা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পক্ষে সেটা কিন্তু খুব একটা, ভাল লক্ষণ নয়। আদালতের কি পদক্ষেপ তা জানতেও চাওয়া হয়েছে। এই গোটা বিষয়টার একটা সুস্পষ্ট তদন্ত হওয়ার প্রয়োজন বলে মনে করে মামলা করার আবেদন জানানো হয়েছে।

দ্বিতীয়টি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা SFIO-কে দিয়ে তদন্ত করার দাবি তোলা হয়েছে সেই আবেদনে। এই ঘটনার পিছনে কোথায় কোথায় আর্থিক গোলযোগ রয়েছে, এবং কী ধরণের মানিটারি ট্রানজকশন হয়েছে বা আর্থিক লেনদেন হয়েছে, সেই গোটা বিষয়টা খতিয়ে দেখা হোক। এবং যারা এই অব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে, তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হোক। এই মর্মেও আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, ঘটনার পরেই কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে দিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাঁর বৈধতা নিয়েও চ্যালেঞ্জ করা হয়েছে‌। একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এইভাবে একেবারে তাড়াহুড়ো করে, কমিটি ঘটন করা হয়েছে, সেই কমিটির কার্যত কোনও বৈধতা নেই। এবং এই কমিটির ভূমিকা নিয়েও, তাঁরা কিন্তু সন্দিহান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code