Latest News

6/recent/ticker-posts

Ad Code

A.B.T.A-এর উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক মকটেস্ট

A.B.T.A-এর উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক মকটেস্ট

ABTA Madhyamik Mock Test


A.B.T.A.-এর উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক মকটেস্ট আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলা A.B.T.A. শাখা। জানা যাচ্ছে চারটি মহকুমার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। মোট অংশ গ্রহণ কারী 1044 জন। বিনা ফি-তেই এই পরীক্ষা আয়োজন করেছে A.B.T.A.। এবিটিএ-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা‌। 

সংস্থার তরফে জানানো হয়েছে, সকলকে টিফিন, প্রশ্নপত্র ও লেখার খাতা, সমিতি থেকে দেওয়া হয়। প্রতিবছর ভীষণ উৎসাহ ও উদ্দীপনায় এটি আয়োজিত হয়। ১৪ই ডিসেম্বর গণিত এবং ইংরাজী বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষা ২০ই ডিসেম্বর, এদিন ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে‌।


এমনকি জানানো হয়েছে ফলাফল প্রকাশের তারিখও‌। ২রা জানুয়ারি ২০২৬, শনিবার স্কুল ছুটির পর সকল পরীক্ষার্থীদের হাতে ফলাফল ও খাতা তুলে দেওয়া হবে। ঐদিন বিশেষজ্ঞ বিষয় শিক্ষকরা ভুল ত্রুটি গুলি দেখিয়ে দেবেন ও সন্দেহ সমাধান করা হবে অভিভাবক ও অভিভাবিকা দের উপস্থিতিতে। এমনটাই জানানো হয়েছে।

বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমার ভেন্যু ১টি- বধমান টাউন, কাটোয়া ৩টি, কালনায় ৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের যাচাই করতে পারছে, নিজেদের প্রস্তুতির মূল্যায়ন করতে পারছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম বলাইবাহুল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code