Bangladesh: সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার নিন্দা
বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস। সংস্থাটির মুখপাত্র জেরেমি লরেন্স শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, প্রতিশোধ নেওয়ার ভাবনা কেবল বিভেদকে আরও গভীর করবে এবং মানুষের অধিকারকে ক্ষুন্ন করবে।
তিনি আরও জানান, জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং নিরাপত্তার অধিকার সমুন্নত রাখার আহ্বানও জানানো হয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দেশের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতা রক্ষায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা দুঃখজনক।
আসক দাবি করেছে, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং জুলাই আন্দোলনের তরুণদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম নিশ্চিত করেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন দাবি করেছেন, বাইরে থেকে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, “সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।” তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আগুন বাইরে থেকে দেওয়া হয়েছে না ভেতর থেকেই লেগেছে তা এখনই বলা সম্ভব নয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊