Latest News

6/recent/ticker-posts

Ad Code

সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের কনভেনশন ও সেমিনার

সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের কনভেনশন ও সেমিনার

Ucrc conversion


সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের কনভেনশন ও সেমিনার অনুষ্ঠিত হলো আজ। দিনহাটা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে 'ছিন্নমূল মানুষের শিকড়ের সন্ধানে' বিষয়ের ওপর সেই সেমিনার অনুষ্ঠিত হয়। দিনহাটা ১নং ব্লক কমিটির সাংগঠনিক এই কনভেনশন তুলে ধরা হয় সমাজের বর্তমান পরিস্থিতি।

দীর্ঘ এক বছর চার মাস পর আয়োজিত এই কনভেনশনে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিগত দিনে গৃহীত কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। পাশাপাশি আগামীদিনে করণীয় কাজ ও প্রস্তাব পেশ করা হয়।

এদিনের এই কনভেনশনে ইউসিআরসির পক্ষ থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা বর্তমান পরিস্থিতির একাধিক বিষয় উত্থাপন করেন। বাস্তুহারারা কিভাবে সংগ্রাম চালিয়েছে, কিভাবে কলোনি গুলো গড়ে উঠেছে সেই বিষয়ের ইতিহাস সকলের জানা দরকার বলে উল্লেখ করেন তাঁরা। এদিনের সেমিনারের আলোচক জয়দীপ সরকার একাধিক বিষয় ফুঁটিয়ে তোলেন তাঁর আলোচনায়। 

আগামীদিনের করণীয় কাজ

১। প্রতিটি কলোনিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

২। কলোনির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে হবে।

৩। কলোনিতে বিভেদের রাজনীতি ভাঙতে হবে।

৪। পাট্টা খতিয়ানের জন্য আন্দোলন জোড় করতে হবে।

৫। সিটমহল থেকে আগত ভারতীয় নাগরিকদের বিভিন্ন অসুবিধা সমাধানের সদর্থক ভূমিকা নিতে হবে।

প্রস্তাব

১। পাট্টা প্রাপ্ত জমির খতিয়ানের পক্ষে প্রস্তাব

২। ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের বিরুদ্ধে প্রস্তাব

৩। বেকারদের কর্মসংস্থানের পক্ষে প্রস্তাব

৪। শিল্প কলকারখানা গড়ে তোলার পক্ষে প্রস্তাব

৫। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব

৬। ছিট মহল থেকে আগত উদ্বাস্তুদের সার্বিক উন্নয়নের পক্ষে প্রস্তাব

৭। এনারসির বিরুদ্ধে প্রস্তাব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code