বাঘের হানা মাথাভাঙায়! জখম এক মহিলা, আতঙ্ক এলাকাজুড়ে
ফের বাঘের কামড়ে গুরুতর জখম এক মহিলা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশ গুরি এলাকায়।
এদিন সকালবেলায় বাড়িতে উঠোনে কাজ করছিলেন সুবর্ণ রানী দাস নামে এক মহিলা।। হঠাৎই একটি বাঘ এসে সুবর্ণ দেবীকে মুখের উপর কামড়ে দেয়। ক্ষতবিক্ষত হয়ে যায় তার মুখ। তারপর ওই মহিলাকে নিয়ে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়। তার মুখে বেশ কয়েকটি সেলাই পড়েছে। ক্ষতবিক্ষত হয়ে গেছে মুখ। বর্তমানে তিনি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা পচা গর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায়। তিনি জানান সবিস্তারে বনদপ্তরকে জানানো হয়েছে।পুলিশ ঘটনাস্থলে চলে গেছে। বনদপ্তরের কর্মীরাও সেখানে গেছে।
বনদপ্তরের মাথাভাঙ্গা রেঞ্জার সুদীপ দাস বলেন। একজন বন্য জন্তুর আক্রমণ আক্রান্ত হয়েছে তিনি মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন শুধু সুবর্ণ দেবী নন, আরো বেশ কয়েকটি ছাগল ও গরুকে কামড় দিয়েছে। এলাকায় ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকদিন থেকে বাঘের মতো দেখতে কয়েকটি বন্য জন্তু। গোটা বিষয়টি বনদপ্তর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক এমনটাই দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর থেকে ২২ কুড়ি এলাকায় এখন আতঙ্ক এবং চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। রান্নাবাড়া বন্ধ রেখেছেন বাড়ির মহিলারা ঘরে ঢুকেছেন শিশুরা। জমিতে যাচ্ছেন না কৃষকরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊