Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক

অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক, মেখলিগঞ্জ থানার তৎপরতায় গ্রেফতার যুবক

Mekliganj


মেখলিগঞ্জ: অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। সোমবার মেখলিগঞ্জ থানার তৎপরতায় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ধৃত যুবকের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।




জানা যাচ্ছে, প্রায় এক বছর আগে পাঁচ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক। সীমান্ত পেরিয়ে ভারতে আসার পর সে বেঙ্গালুরুতে একটি রেস্তোরাঁয় কাজ করছিল বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকায় কুয়াশা ও ঠান্ডার সুযোগ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল সে। সেই উদ্দেশ্যেই কয়েকদিন আগে সে মেখলিগঞ্জ এলাকায় আসে বলে পুলিশ জানিয়েছে।



তবে তার সেই পরিকল্পনা সফল হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ আধিকারিক মোহাম্মদ শাহ বাজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। সোমবার অভিযানের সময় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।



পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে কোনও দালালচক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।



ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code