Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হলো দ্যুতি পত্রিকার ত্রয়োদশ বর্ষের দ্বিতীয় সংখ্যা

প্রকাশিত হলো দ্যুতি পত্রিকার ত্রয়োদশ বর্ষের দ্বিতীয় সংখ্যা

The second issue of the thirteenth volume of Dyuti magazine has been published

নিজস্ব প্রতিবেদন, সংবাদ একলব্য: 


প্রকাশিত হলো দ্যুতি পত্রিকার ত্রয়োদশ বর্ষের দ্বিতীয় সংখ্যা। কবিতা, গল্প, প্রবন্ধ, অনুকবিতা, অনুগল্পে দ্যুতির এই সংখ্যা সমৃদ্ধ হয়ে উঠেছে। এই সময়ে কমবেশি সকলেই মোবাইলেই ডুবে থাকে। ধীরে ধীরে যেন ভাটা পড়েছে বই পড়ায়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে যখন বিভিন্ন ম্যাগাজিন থেকে পুস্তক সব হাতের মুঠোফোনে সেই সময়ে দাঁড়িয়ে আজও স্বমহিমায় দ্যুতি পত্রিকা।

আজ ২৭শে ডিসেম্বর সীমান্তবর্তী শহর দিনহাটার নেতাজি কোচিং সেন্টারে দ্যুতি পত্রিকার নিজ দপ্তরে প্রকাশিত হলো এই সংখ্যা। এদিনের এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠান আলোকিত করে দিনহাটার বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতি। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মৃঙ্গাঙ্ক সরকার, প্রকাশক সাহানুর হক, বিশিষ্ট শিক্ষক ও কবি জয়ন্ত চক্রবর্তী, কবি ও সাহিত্যিক অভিজিৎ দাশ, অরবিন্দ শর্মা, গোকুল সরকার, ড. উজ্জ্বল আচার্য, লেখক শীতাংশু শেখর মোস্তাফি, লেখক আব্দুল মতিন আমেদ, বর্ণমালা পত্রিকার সম্পাদক সমীর পাল, প্রেস ক্লাবের সম্পাদক ও প্রাবান্ধিক হরিপদ রায় সহ অন্যান্য আরো অনেকে।

২০১১ সাল থেকে পথ চলা শুরু করে দ্যুতি পত্রিকা। গুটি গুটি পায়ে ১৩ টা বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকা। দিনহাটার সাহিত্য পত্রিকার জগতে দ্যুতি পত্রিকা ঠাঁই নিয়েছে পাঠকের মনে মনে। পত্রিকার সম্পাদক আজিজুল হক জানান, কোচবিহার জেলা বইমেলায় এই সংখ্যা প্রকাশের কথা থাকলেও বিশেষ কারণে তা হয়ে ওঠেনি। আমরা এই পত্রিকার মধ্য দিয়ে মানুষকে বইমুখী করতে চেষ্টা করছি। মানুষ যেন লেখালেখিতে উৎসাহ পায় এবং সমাজকে বার্তা দিতে চাই মোবাইল থেকে বেড়িয়ে এসে মানুষ ছাপানো বইয়ে ফিরে আসে।

Copyright@ All details, photographs, videos, and other content published on this news are the exclusive intellectual property of the publisher, unless otherwise stated. Reproduction, redistribution, modification, or republication of any content, in whole or in part, without prior written permission is strictly prohibited. Unauthorized use may invite legal action under applicable copyright laws.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code