দিনহাটা স্টেশনে ৮ দফা দাবিতে ডেপুটেশন দিনহাটা কোচবিহার রেলযাত্রী মঞ্চের
কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চ থেকে দিনহাটা স্টেশনে স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডি আর এম কে ৮ দফা দাবি সম্পন্ন স্মারক লিপি দেওয়া হলো আজ।
দাবিগুলো হলো
- মেন লাইন দিয়ে লোকাল ট্রেন কে পুনরায় চালু করা ও দিনহাটা থেকে লোকাল ট্রেন টিকে পুনরায় চালু করে
- শিলিগুড়ি বামন হাট ইন্টারসিটি এক্সপ্রেস কে অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালানো
- উত্তরবঙ্গ এক্সপ্রেসের দিনহাটা স্টেশনের জন্য টিকিটের কোটা বৃদ্ধি করা
- বামন হাট স্টেশন এবং কোচবিহার স্টেশনের প্ল্যাটফর্ম দৈর্ঘ্য বৃদ্ধি করা
- দিনহাটা সাহেবগঞ্জ রোডে রেল ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরি করা
- দিনহাটা স্টেশনে উত্তর দিকে ফুট ওভার ব্রীজ তৈরি করা লিফ্ট সমেত
- দিনহাটা স্টেশনে যথেষ্ট পরিমাণ যাত্রী দের বসার জায়গা দেওয়া প্লাটফর্ম নম্বর দুয়ে টয়লেট দেওয়া ও একটি এটিভিএম মেশিন দেওয়া।
- দিনহাটা স্টেশনে অমৃত ভারত এর কাজ দ্রুত সম্পন্ন করা
- সময়সূচী পরিবর্তন সম্পর্কিত দাবি ছিল বিকেল ৩:১৫ থেকে বামনহাট থেকে ছাড়া লোকাল ট্রেন টিকে ছাড়ার টাইম একটু পিছিয়ে দিয়ে বিকেল ৩.৪০ করা (প্রায় ২৫ মিনিট)

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊