Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা

IMD weather update, ভারী বৃষ্টি সতর্কতা, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ, Bengal weather, Rajasthan rain, Himachal snowfall, Andaman storm, December forecast, India weather news

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বছরের শেষ দুদিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। আগামী ৪৮ ঘণ্টায় একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। রাজস্থান ও হিমাচল প্রদেশে বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাস ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কেরল, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটক এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, কারাইকাল ও পুদুচেরিতেও বৃষ্টির সতর্কতা রয়েছে।

ঘন কুয়াশার চরম সতর্কতা জারি হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়ে। পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের অরুণাচল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায়ও কুয়াশার দাপট থাকবে। ওড়িশায় শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে, আর বিহার ও উত্তরপ্রদেশে শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

বাংলার আবহাওয়ায়ও পরিবর্তন আসছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ায় বাধা পড়বে এবং দক্ষিণবঙ্গে দক্ষিণা বাতাস বইবে। এর ফলে তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় বছরের শেষ দিনে পারদ থাকবে প্রায় ১৩ ডিগ্রির কাছাকাছি, জানুয়ারির প্রথম দিকে তা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের ঘুম, সান্দাকফু ও চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে।

Copyright@ All details, photographs, videos, and other content published on this news are the exclusive intellectual property of the publisher, unless otherwise stated. Reproduction, redistribution, modification, or republication of any content, in whole or in part, without prior written permission is strictly prohibited. Unauthorized use may invite legal action under applicable copyright laws.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code