Latest News

6/recent/ticker-posts

Ad Code

অন্ধকারে দিনহাটার বুড়িরহাট, ওয়ারেন্টি থাকলেও সারাই হচ্ছে না সোলার পথবাতি, বাড়ছে দুর্ঘটনা

অন্ধকারে দিনহাটার বুড়িরহাট, ওয়ারেন্টি থাকলেও সারাই হচ্ছে না সোলার পথবাতি, বাড়ছে দুর্ঘটনা

পথবাতি, বুড়িরহাট, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: রাস্তার একপাশে খানাখন্দে ভরা বেহাল দশা, অন্যদিকে মাথার ওপর থাকা পথবাতিগুলিও মৃত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট থেকে খুটামারা পর্যন্ত রাস্তার দুই ধারে লাগানো সোলার পথবাতিগুলি গত প্রায় ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এর ফলে শীতের অন্ধকার রাতে বাড়ছে পথ দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুড়িরহাট বাজার সংলগ্ন এলাকায় প্রায় ৫০টি সোলার পথবাতি লাগানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেখভালের অভাবেই মূলত এই দশা। গত সেপ্টেম্বর মাসে দুর্গা পূজার আগে সংশ্লিষ্ট এজেন্সি মেরামতের নাম করে বাতিগুলি খুলে নিয়ে গেলেও, দীর্ঘ সময় পার হওয়ার পরেও পরিস্থিতির কোনো বদল হয়নি।

এলাকার বাসিন্দা কনক বর্মন ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে বাতিগুলো বিকল হয়ে পড়ে আছে। শীতের কুয়াশা আর অন্ধকারের মধ্যে রাস্তায় কিছুই দেখা যায় না, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এগুলো দ্রুত সারাই করা খুব প্রয়োজন।"


এই বিষয়ে তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, "আমরা সংশ্লিষ্ট এজেন্সিকে বাতিগুলি সারাইয়ের জন্য জানিয়েছি। তারা ইতিমধ্যেই ১৩টি বাতি সারাই করে দিয়েছে। বাকিগুলিও দ্রুত ঠিক করা হবে কারণ এগুলির এখনো ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়নি।"

অন্যদিকে, দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং জানিয়েছেন, যেহেতু এই প্রকল্পটির অর্থায়ন ও রূপায়ণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে হয়েছে, তাই বাতিগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতের বিষয়টিও ওই দপ্তরই দেখবে।

এক নজরে বর্তমান পরিস্থিতি

বিষয়তথ্য
এলাকাবুড়িরহাট থেকে খুটামারা (দিনহাটা)
মোট বাতিপ্রায় ৫০টি
বর্তমান অবস্থাঅধিকাংশ বিকল বা খুলে নেওয়া হয়েছে
মূল সমস্যাঅন্ধকারের কারণে বাড়ছে পথ দুর্ঘটনা
দায়িত্বেউত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code