Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিতাইয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার বিজেপি মন্ডল সভাপতি ও কর্মী

সিতাইয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার বিজেপি মন্ডল সভাপতি ও কর্মী




নিজস্ব প্রতিনিধি, সিতাই: সিতাই থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হলেন দিনহাটা বিধানসভার ৬ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি এবং এক সক্রিয় কর্মী। বুধবার বিকেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশের কাছে গোপন খবর আসে যে মাদক পাচারের উদ্দেশ্যে একটি স্কুটিতে করে কয়েকজন যাতায়াত করছে। সেই খবরের ভিত্তিতে সিতাই থানার পুলিশ সাগরদিঘি সংলগ্ন কামতেশ্বরী সেতুর কাছে ওত পেতে বসে থাকে। একটি নির্দিষ্ট স্কুটিকে সন্দেহভাজন মনে হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশি চালানোর সময় অভিযুক্তদের কাছ থেকে ৫৫ গ্রাম নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সাথে সাথেই ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশি জেরায় জানা গেছে, ধৃতদের মধ্যে একজন কৃষ্ণ বর্মন, যিনি দিনহাটা বিধানসভার ৬ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি। অন্যজন আশুতোষ রায়, এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং এর পেছনে আর কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সিতাই থানার পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বুধবার তাঁদের কোচবিহারের বিশেষ এনডিপিএস আদালতে তোলা হয়েছে। 

প্রসঙ্গত গতকাল কোচবিহার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দিনহাটায় বিজেপি কর্মীদের মিথ্যা মাদক মামলায় জড়ানো হচ্ছে বলে পুলিশের উপর ক্ষোভ উগরে দেওয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code