সিঙ্গুরে ৫০০ কোটির ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দিল মমতার মন্ত্রীসভা
সিঙ্গুর শিল্পাঞ্চলে ৫০০ কোটি টাকার বিনিয়োগের পথ সুগম করল পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদে সম্মত প্রকল্পটি বাস্তবায়ন করবে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড নামে একটি কোম্পানি। রাজ্য সরকার এ সংস্থাকে ৯৯ বছরের জন্য ১১.৩৫ একর জমি লিজে দিতে সম্মত হয়েছে, যা এখানে ভবিষ্যতে ই-কমার্স খাতসহ বিভিন্ন সাপ্লাই চেইন কার্যক্রমের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সিঙ্গুরকে শিল্প ও অবকাঠামো কেন্দ্র হিসেবে গড়ে তোলার এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ঐ ঐতিহাসিক জায়গাটিতে নতুন অর্থনৈতিক কার্যক্রমের সম্ভাবনা দেখা দিয়েছে। ২০০৮ সালে এখানে টাটা ন্যানো প্রকল্পের ব্যর্থতার পর সিঙ্গুর শিল্প বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন অপেক্ষার অবস্থা তৈরি হয়েছিল, আর প্রায় সাড়ে ১৪ বছর পর ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ তা বদলে দিচ্ছে বলে প্রশাসনিক মহলের মত।
এছাড়া মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন অংশে শিল্প উন্নয়ন ও পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার আওতায় বিভিন্ন শিল্প পার্কে জমি বরাদ্দ করা হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করার অনুমোদনও দেয়া হয়েছে। এগুলো রাজ্য উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে মাদার ডেয়ারি ক্যালকাটা ও বাংলা ডেয়ারিকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন থেকে এই সংস্থা ‘বাংলা ডেয়ারি’ নামে পরিচিত হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মাদার ডেয়ারির দুধ ও দই দীর্ঘদিন ধরেই রাজ্যে জনপ্রিয়।
হাওড়ার অঙ্কুরহাটিতে ০.৫ একর জমি জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের দ্বিতীয় পর্যায়ের জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে প্রশিক্ষণের কাজ করবে কারিগরি শিক্ষা দফতর।
পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের আওতায় একাধিক শিল্প পার্কে জমি বরাদ্দ করা হয়েছে। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৩০.৪২ একর, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১.৩৭ একর, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২.৭৭ একর এবং জঙ্গল সুন্দরী কর্মনগরীতে ১৫৫ একর জমি দেওয়া হয়েছে। পাশাপাশি ডোমজুড়ের জেমস অ্যান্ড জুয়েলারি পার্কে অফিস স্পেসের জন্য ২০,২৬০ বর্গফুট জমি বরাদ্দ হয়েছে। একাধিক সিদ্ধান্তে শিল্প, বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়নে নতুন গতি পাবে রাজ্য—এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊